বিদ্যালয়গৃহ একটি টিন শেড বিল্ডিং। ৫৪ শতাংশ জমি নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ রয়েছে। এর পরিবেশ খুবই নিরাপদ ও আনন্দমুখর।
গালা ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান সাহেবের উদ্যোগে ও বার্থা গ্রামের মোঃ সাহেব আলী মোঃ সোমেজ আলী মোঃ মোকছেদ আলী মোঃ আজগর আলী ও মোঃ তমছের আলীর যৌথ জমিদানের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১। মোঃ আঃ গফুর মিয়া সভাপতি ।
২। মোঃ আলাউদ্দীন শিকদার সহ সভাপতি ।
৩। হাজী মোঃ সোমেজ মিয়া সহ সভাপতি ।
৪। মোসাঃ ফিরোজা বেগম সদস্য ।
৫। মোসাঃ গোলাপী বেগম সদস্য ।
৬। মোঃ হোসেন আলী সদস্য
৭। মোঃ সিদ্দিক হোসেন সদস্য ।
৮। কল্পনা রায়হান সদস্য।
৯। নুরুন্নাহান বেগম সদস্য।
১০। মোঃ বেল্লাল হোসেন সদস্য ।
১১। আজাহারুল ইসলাম সদস্য ।
১২। আলেয়া খান সদস্য সচিব।
সন | অংশগ্রহণকারী | উর্ত্তীণ | ১০০% |
২০০৭ | - | - | - |
২০০৮ | - | - | - |
২০০৯ | - | - | - |
২০১০ | ২৫ জন | ২৫ জন | ১০০% |
২০১১ | ২৩ জন | ২৩ জন | ১০০% |
২০০৭ সনে ১ জন টেলেন্টপুল। |
শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে।
একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
বার্থা,ঘারিন্দা, সদর, টাঙ্গাইল।
২০০৭ সনে ১ জন টেলেন্টপুল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস