বিদ্যালয়টি ১টি পাকা ভবন, ১টি আধা পাকা টিনসেড ঘর, ৩টি কাঁচা টিনসেড ঘর, ১২২ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত, এতে বেশ কিছু ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে।
বিদ্যালয়টি আগবিক্রমহাটী গ্রামে নিরিবিলী মনোরম পরিবেশে ১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়। মেঃ জেঃ মাহমুদুল হাসান এর ক্রয়কৃত ১.২২ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। বিদ্যালয়টির নাম করণ করা হয় মেঃ জেঃ মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক স্বীকৃতি ১৯৯৫ একাডেমীক স্বীকৃতি ১৯৯৬ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি ১৯৯৭ ইং। এমপিও ভূক্তি হয় মে ২০০২ সালে।
নিয়মিত ম্যানেজিং কমিটি সদস্য সংখ্যা ১২ জন। |
সন | অংশগ্রহণকারী | উর্ত্তীণ | পাশের হার |
২০০৭ | ২৭ জন | ১৯ জন | ৭০.৩৭% |
২০০৮ | ৩৭ জন | ৩৩ জন | ৮৯.১৯% |
২০০৯ | ৫৭ জন | ৪২ জন | ৭৩.৬৮% |
২০১০ | ৪৭ জন | ৩৫ জন | ৭৪.৪৭% |
২০১১ | ৬৫ জন | ৬০ জন | ৯২.৩০% |
গ্রাম- আগবিক্রমহাটী, ডাকঘর- শিবপুর,& উপজেলা- টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল। গ্রাম- আগবিক্রমহাটী, ডাকঘর- শিবপুর,& উপজেলা- টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস